সোনা দিয়ে মোড়ানো হল ভিক্ষুকের দেহ
কলকাতা টাইমস :
২০১২ সালে মারা যান চীনের বৌদ্ধ ভিক্ষু হু ফু। তার মৃতদেহটি রাখা হয়েছিল মমি করে। এখন সেই মৃতদেহটি সোনা দিয়ে মোড়ানো হলো। মমিটি ব্যবহার করে বানানো হবে একটি বৌদ্ধ মঠ।
১৩ বছর বয়সে সাধনা শুরু করেন হু ফু। ৯৪ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত সাধনা করেই মারা যান তিনি। মৃত্যুর আগেই তিনি বলে গিয়েছিলেন, তার মৃতদেহটি যাতে সংরক্ষণ করা হয়। এ কারণে দুজন মমি বিশেষজ্ঞ দিয়ে একটি জারের মধ্যে মমি করে রাখা হয়েছিল তার মৃতদেহটি।
বৌদ্ধ ধর্মে বিশ্বাস, মমি করে রাখার পর প্রকৃত ভিক্ষুকের মৃতদেহ নষ্ট হয় না। হু ফু’র মৃতদেহটিও তিন বছর ধরে মমি করে রাখা হয়েছে। এটি অক্ষত রয়েছে বলে তাদের ধারনা। এখন সোনা দিয়ে মোড়ানো হচ্ছে মৃতদেহটি।