প্রথম সাংবাদিক বৈঠকে জাস্ট প্রেজেন্ট প্লিজ নরেন্দ্র মোদি
কলকাতা টাইমসঃ
অবশেষে তিনি এলেন। পাঁচ বছরের শাসনকালে এই প্রথম কোনো সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, ওটুকুই। সাংবাদিকদের একটি প্রশ্নেরও উত্তর দেননি তিনি। নরেন্দ্র মোদি বৈঠক করবেন শুনে তৈরিই ছিলেন রাজধানীর তাবড় সাংবাদিকরা। কিন্তু হতাশ হয়েই ফিরতে হলো তাদের।
তার নাটকীয় ভঙ্গিতে জানিয়ে দেন, সব প্রশ্নের উত্তর দেবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুরুতেই অমিত শাহ জানান, ২০১৪ সালের নির্বাচনের থেকেও এবার বেশি আসন পাবে বিজেপি।
সাধ্বী প্রজ্ঞা প্রসঙ্গে অমিত শাহ জানান, গান্ধীকে নিয়ে মন্তব্যের জন্য সাধ্বী প্রজ্ঞা, অনন্তকুমার হেগড়ে, নলীন কুমার কাটিলকে নোটিস পাঠানো হয়েছে। ১০ দিনের মধ্যে তাদের উত্তর দিতে বলা হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ টেনে অমিতদ শাহ দাবি করেন, মোদি সরকারের আমলে দেশ নিরাপদে রয়েছে। অমিত শাহ আরো জানান, এটাই প্রথম নির্বাচন যেখানে দুর্নীতি ও মূল্যবৃদ্ধি কোনো ইস্যু নয়।