January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

গাছ থেকে অনর্গল বেরোচ্ছে রক্ত! এও সম্ভব

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চার্য হওয়ার মতই একটি বিষয়। জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। তা নয় মানা যায়। কিন্তু তাই বলে গাছের রক্তও থাকবে! অবাক হলেও ঘটনাটি একেবারে বাস্তব।

অস্ট্রেলিয়ার মরু অঞ্চলে একধরণের গাছ রয়েছে যাদের গা বেয়ে রক্ত ঝরে। আর গাছটি কাটলে তো কোনো কথাই নেই, যেন গলগল করে সেখান থেকে রক্ত বেরোতে থাকে।

গাছটির নাম Corymbia opaca, আবার এর এই বিশেষ বৈশিষ্টের জন্য একে ব্লাডউড বলা হয়। ৮ থেকে ১০ মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছগুলি অস্ট্রেলিয়ার মরুভূমি এলাকায় জন্মে থাকে।

আর যে রক্তের কথা বলা হলো সেগুলো আসলে  রক্ত নয় মূলত সেই গাছেরই কষ। প্রথম দর্শনে এই কষ দেখে সবার রক্ত বলেই মনে হতে পারে। আফ্রিকার ড্রাগন গাছের কষও অনেকটা এরকমই।

Related Posts

Leave a Reply