November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

শিশুদের জোর করে খাওয়ানোর চেষ্টা করলেই হাজতবাস বাবা-মায়ের ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাচ্চারা একদম খেতে চায় না, বাবা মায়েদের একটা কমন অভিযোগ। অবুঝ শিশু হলে তো কথাই নেই, দিনভর প্রায় জোর করেই চলতে থাকে খাওয়ানোর চেষ্টা। পৃথিবী জুড়েই ছবিটা একই রকম। এই যন্ত্রনা থেকেই এবার সম্ভবত মুক্তি পেতে চলেছে বেলজিয়ামের শিশুরা। সেখানকার শিশুদের জোর করে খাওয়ানোর চেষ্টা করলে জেলে যেতে হবে অভিবাবকদের। 

গত ১৬ মে বেলজিয়ামের ‘রয়াল একাডেমি অব মেডিসিন’ অভিবাবকদের উদ্যেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জোর করে নিরামিষ খাওয়ালে শিশুদের অপুষ্টি কিংবা স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা হতে পারে। যদিও চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিরামিষ খাওয়ানো যেতেই পারে, সে ক্ষেত্রে নিয়মিত রক্ত পরীক্ষা, সঠিক ভিটামিন কিংবা পরিপূরক খাবারের ব্যবস্থা করতে হবে। শিশুদের স্বাস্থ্যসংক্রান্ত নিয়ম মেনে না চললে অভিভাবকদের জেল হতে পারে। শিশুদের পুষ্টিসংক্রান্ত সমস্যা হলে সেই পরিবার থেকে শিশুদের সরিয়ে অন্য জায়গায় রাখার কথাও বলা হয়েছে।

Related Posts

Leave a Reply