এবার টিভি তাড়াবে মশা,নেই ক্ষতিকর প্রভাব
কলকাতা টাইমস :
এখন থেকে মশা তাড়াবে টিভি! শুনতে অবাক মনে হলেও কথাটি বাস্তব এবং সত্যি। উন্নত প্রযুক্তির সাহায্যে মশা তাড়াবার টিভি বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি। কিন্তু কিভাবে মশা তাড়াবে টিভি?
এলজি জানিয়েছে, টিভি–র শব্দ তরঙ্গের সঙ্গে একটি বিশেষ টক্সিক রেপেল্যান্ট ব্যবহার করা হয়েছে। যাতে ধারে কাছেও ঘেঁষবে না মশা। তবে এই টক্সিক রেপেল্যান্টের কোনও ক্ষতিকর প্রভাব থাকবে না। জীবন ভর কাজ করবে এই টক্সিক রেপেল্যান্ট। সাধারণ ওষুধের মত বারবার বদলাতে হবে না।