September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মোদি ক্ষমতায় আসায় সন্ত্রস্ত দাউদ ইব্রাহিম

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতে মোদি সরকার আবারও ক্ষমতায় আসতেই চাপে পড়েছেন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। জানা গেছে, ভারতের আগামী সরকার নিয়ে বেশ আতঙ্কিত দাউদ। খবর বলছে, দাউদ ইব্রাহিম ইতোমধ্যেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে কথা বলেছেন।

গত বৃহস্পতিবার ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট। নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় আসার পরই দাউদ ফোন করে আইএসআই নেতাদের সঙ্গে কথা বলেছেন। মোদি সরকারকে তিনি ভয় পাচ্ছেন। গোয়েন্দাদের কাছে নাকি এমনটাই জানিয়েছেন দাউদ।

নরেন্দ্র মোদির ফের ক্ষমতায় আসা প্রসঙ্গে প্রাক্তন আইপিএস কর্মকর্তা পি.কে জৈন জি মিডিয়াকে বলেন, মোদির ক্ষমতায় আসা মানেই উপমহাদেশে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়া। দাউদ ইব্রাহিম ও পাকিস্তান সরকারের চাপে থাকা। তবে দাউদকে ভারতে ফেরানো যাবে কিনা তা নির্ভর করবে পাকিস্তানের ওপর দেওয়া ভারতের চাপের ওপর।

খবর বলছেযেকোন মুহূর্তে মোদি মারাত্মক কিছু করে ফেলতে পারেন। এমনটাই আশঙ্কা করছেন দাউদ ইব্রাহিম। এক্ষেত্রে ভারতকে সাহায্য করতে পারে গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ।

Related Posts

Leave a Reply