নজির : এক ছাদের তলায় ১৬ ধর্মের উপাসনা!
কলকাতা টাইমস :
এক স্থাপনাতেই রয়েছে মন্দির, চার্চ, প্যাগোডা ইত্যাদি সব ধর্মের উপাসনার স্থান। আর অদ্ভুত এ স্থানটি রয়েছে রাশিয়াতে।
ভাবছেন এটা কিভাবে সম্ভব? রাশিয়ার সেই ধর্মীয় স্থাপনাটি যেন অসাধ্যকেই সাধন করেছে। তার মধ্যেই অনেকগুলো ধর্মের উপাসনার ব্যবস্থা রয়েছে।
এই স্থাপনার নাম ‘টেম্পল অব অল রিলিজিয়ন্স’ বা ইউনিভার্সেল টেম্পল। রাশিয়ার সিটি অফ কাজানে অবস্থিত। ১৯৯২ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এখানে ১৬টি বিভিন্ন ধর্মের স্থাপত্য রয়েছে। তবে এই মন্দিরের ভিতরে বা সংলগ্ন এলাকায় কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় না।
মূলত এই মন্দিরটি একটি প্রতীকী মন্দির হিসেবে ব্যবহৃত হয়।