৬ ঘণ্টা টানা ভিডিও গেমে মগ্ন, উত্তেজনায় মৃত্যু কিশোরের !
কলকাতা টাইমসঃ
এক টানা ৬ ঘণ্টা ধরে ভিডিও গেমে মত্ত কিশোর। শেষ পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে না পেরে মৃত্যু হলো কিশোরের। রাজস্থানের নাসিরবাদ শহরের ঘটনা। মৃত কিশোরের নাম ফারকান কুরেশি। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এই কিশোর তার এক আত্মীয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। ভিডিও গেমে আসক্ত ছিলো দ্বাদশ শ্রেণীর ফারকান। বিয়েবাড়িতে ‘পাবজি’ খেলায় মগ্ন ছিলো সে।
খেলতে খেলতে উত্তেজনা চরম সীমায় পৌঁছলে একসময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তেমনটাই মনে করছেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মনোবিজ্ঞানীদের মতে অভিবাবকদের উদাসীনতাই এর জন্য দায়ী। অত্যন্ত কম বয়েসে বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে। সেই ফোন নিয়ে তারা কি করছে, তার ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারছেননা বাবা মায়েরা।