ট্রাম্পের সঙ্গে বৈঠক বিফল হওয়ায় ৫ কর্তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করালেন কিম !
কলকাতা টাইমসঃ
গত ফেব্রুয়ারিতেই উত্তেজনা প্রশমনে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয়বারের জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন কিম জং উন। ঘটনাচক্রে সেই বৈঠকও ব্যর্থ হয়। দেশে ফিরে ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেশের পাঁচ শীর্ষ কর্তার ত্রুটি খুঁজে পান উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। তারপরই সেই পাঁচ জনকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, হ্যানয় সম্মেলনের প্রস্তুতির জন্য নিযুক্ত থাকা উত্তর কোরিয়ার শীর্ষ কর্তা কিম হিয়ক চোলসহ পাঁচ কর্তাকে অভিযুক্ত করা হয়। তাদের গত মার্চে মাসে মিরিম বিমানবন্দরের ফায়ারিং স্কোয়াডে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও, মৃত্যুদণ্ড প্রাপ্ত বাকি চারজনের পরিচয় প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে, কিমের ব্যক্তিগত অনুবাদক শিন হাই ইয়ং’কেও কিমের ব্ক্তব্য ঠিকমত অনুবাদ না করার কারণে বন্দি করা হয়েছে।