ইফতার বিতরণ করে গিনেস বুকে নাম তুলে নিলেন এক ভারতীয় যুবক
কলকাতা টাইমসঃ
রমজান মাসে ইফতার বিতরণ করে গিনেস বুকে নাম তুলে নিলেন এক ভারতীয় যুবক। নাম যোগিন্দর সিং সেলারিয়া। ভারতের গুরুদাসপুরের বাসিন্দা এই যুবক আরব আমিরশাহীতে একটি চ্যারিটেবল ট্রাস্ট চালান। দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রতিষ্ঠিত তার ট্রাস্টের নাম পেহাল ইন্টারন্যাশনাল।
রমজান মাসে প্রতিদিন তাদের অফিসের সামনে নিরামিষ ইফতার বিলি করেন যোগিন্দর। তার এই কাজ গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। রেকর্ডের নাম ‘লংগেস্ট লাইন অব হাংগার রিলিফ প্যাকেজ’।