৯ মাসে দ্বিতীয়বার জেল ভেঙে পালিয়ে গেলো এই কুখ্যাত অপরাধী
কলকাতা টাইমসঃ
৯ মাসের মধ্যে এই নিয়ে দুবার জেল ভেঙ্গে পালিয়ে গেলেন এক কুখ্যাত অপরাধী। না, আফ্রিকার কোনো দেশের ঘটনা নয়। খোদ অস্ট্রেলিয়ার জেল থেকে পালিয়ে গিয়েছেন এই বিপজ্জনক ক্রিমিনাল। গতকাল (রবিবার) ভোর রাতের ঘটনা। ডারউইনের জেল হেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। বছর ৩৯ এর ওই দুস্কৃতির নাম এরিক ইবাতারিনেজ। পুলিশের বর্ণনা অনুযায়ী, ইবতারিনজা একজন আদিবাসী। তিনি ১৬০ সেমি লম্বা, পাতলা গড়নের এবং বাদামী চোখের অধিকারী।
বিপদ্জনক ওই আসামিকে রাখা হয়েছিলো করা পাহারার মধ্যে। এরপরও সে পালিয়ে যেতে সক্ষম হয়। গত সেপ্টেম্বরেও সে একই ভাবে একবার পালিয়ে যায়। ইবাতারিনেজ এতটাই প্রভাবশালী অপরাধী ছিল যে জেলে বসেই মদ, গাজা নিয়ে বিলাসী জীবন যাপন করতেন। এমনকি জেলের মধ্যে বান্ধবীকে নিয়ে এসে একসঙ্গে রাতও কাটান তারা।