মানুষের অধিকার দাবি করে মৃত্যুদণ্ডের মুখে এই কিশোর !
কলকাতা টাইমসঃ
বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই আরও ৩০ জন কচিকাচাকে সঙ্গে নিয়ে সৌদির রাজপথে চলে আন্দোলন। মানবাধিকারের দাবিকে সামনে রেখে চলে স্লোগান। বিষয়টি মোটেই ভালো চোখে দেখেনি সৌদি প্রশাসন। ২০১১ সালে সৌদির রাজপথ উত্তাল করেছিলো ১০ বছরের মুর্তজা কুয়েরিস।
শিশুটির ওপর করা নজর রেখে চলছিলো প্রশাসন। ঠিক তিন বছরের মাথায় মাত্র ১৩ বছর বয়সে মায়ের সঙ্গে বাহারিন যাওয়ার পথে গ্রেফতার করা হয় তাকে। মোর্তাজাই বিশ্বের ‘সবচেয়ে কমবয়সী রাজনৈতিক বন্দী’ হিসেবে পরিচিত। বর্তমানে তার বয়স ১৮ বছর। ৮ বছর আগে করা অপরাধের জন্য এখন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চলেছে সৌদি আরব।