আস্ত চিড়িয়াখানার পশুপাখিরা এখন মমি !
কলকাতা টাইমসঃ
একটা চিড়িয়াখানা। যেমন হয় আর কি। নিরাপদে ঘুরে বেড়ায় পশুপাখি। ভাবতে পারেন শুধু মাত্র চলতে থাকা একটা যুদ্ধ, এই জ্যান্ত চিড়িয়াখানাকে বর্তমানে পরিণত করেছে বিশ্বের মমির চিড়িয়াখানায়। সেখানেও পশুপাখিরা সকলই আছে কিন্তু মৃত, মমি হয়ে। শুনতে অবাক লাগলেও মধ্যপ্রাচ্যের গাজায় রয়েছে এই অদ্ভুত চিড়িয়াখানা। নাম সাউথ ফরেস্ট পার্ক। ২০০৭ সালে চালু হওয়া চিড়িয়াখানায় একসময় ৬৫টি পশুপাখি ঘুরে বেড়াত।
এরপর শুরু হয় ইসরায়েলের কাছে স্বাধীনতা দাবি করে প্যালিস্তিনীরা। শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে অনাহারে ১ বছরের মধ্যেই মারা যায় চিড়িয়াখানার সব প্রাণী। শুধু মাত্র একটি বাঘকেই জীবিত অবস্থায় ২৩ হাজার ডলারে বিক্রি করতে পেরেছিলেন চিড়িয়াখানার মালিক। বাকি মৃত পশুপাখিদের বর্তমানে মমি করে রাখা হয়েছে এই সাউথ ফরেস্ট পার্কে।