November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মাত্র ৮ বছরে জনসংখ্যায় চীনকে হারাবে ভারত

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মাত্র ৮ বছর। আর এতেই চীনকে কুপোকাত করবে ভারতবাসী। ২০১৭ এর মধ্যেই জনসংখ্যায় দ্বিতীয় থেকে প্রথম হয়ে চীনকে টক্কর দেবে ভারত যাবে ভারত। এমনটাই জানিয়েছে জাতিসংঘ-এর এক রিপোর্ট ।

জনসংখ্যার হিসেবে এই মুহূর্তে চীনের পরেই রয়েছে ভারত। কিন্তু জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনকে ছাপিয়ে যাবে ভারতের জনসংখ্যা। আর তা ঘটতে চলছে আগামী এক দশকের কম সময়ের মধ্যেই। সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস-২০১৯য়ের একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে বলা হয়েছে যে, আগামী আট বছরের মধ্যে জনসংখ্যার বিচারে চীনকে ছাড়িয়ে যাবে ভারত।

চীনে সাম্প্রতিক সময়ে খুব দ্রুত গতিতে কমছে জনসংখ্যা বৃদ্ধির হার। যা আগামী দিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা ৩১ দশমিক ৪ মিলিয়ন কমে যাবে। অর্থাৎ দেশটিতে ২ দশমিক ২ শতাংশ জনসংখ্যা কমবে।

অন্যদিকে জাতিসংঘ মনে করছে, ওই একই সময়ের মধ্যে সমগ্র বিশ্বের জনসংখ্যা প্রায় ২ বিলিয়ন বৃদ্ধি পাবে। এই মুহূর্তে বিশ্বের জনসংখ্যা ৭ দশমিক ৭ বিলিয়ন। প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী, আগামী তিন দশকের মধ্যে এই সংখ্যা হতে চলেছে ৯ দশমিক ৭ বিলিয়ন।

এই বর্ধিত জনসংখ্যার অর্ধেক আসবে ভারতসহ নয় দেশ থেকে। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো পাকিস্তান, নাইজেরিয়া, কঙ্গো, ইথিওপিয়া, তানজানিয়া, ইন্দোনেশিয়া, মিসর ও যুক্তরাষ্ট্র। আফ্রিকার অনেক দেশের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে দ্বিগুণ হতে চলেছে বলেও মনে করছে জাতিসংঘ।

Related Posts

Leave a Reply