এবার মহিলাদের সুন্দর উপর নিষেধাজ্ঞা! ! ঢাকো নচেৎ …
কলকাতা টাইমস :
এতদিন ছিল কাজকর্ম, পোশাক-আশাক। এবার হল চোখ। কোনও মেয়ের যদি সুন্দর চোখ হয়! তাহলে এদেশে বিপদ। সুন্দরী মেয়েদের চোখের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এদেশের সরকার। দেশটির নাম সৌদি আরব।
নিজের দেশের মেয়ে-মহিলাদের ওপর এই নিষেধাজ্ঞা প্রায় চাপিয়ে দিয়েছে সৌদি সরকার। শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি। সেইসঙ্গে জারি করা হয়েছে আইনও। নতুন এই আইনে যেসব মেয়ে বা মহিলার চোখ সুন্দর ও আকর্ষণীয়, তাঁদের চোখ ঢেকে রাখতে হবে। বোরখা পরলেও শুধু চোখদুটো বের করে রাখা যাবে না। হিজাবের উপর ভেইল বা পর্দাটা মাস্ট। কারণ? কারণ হিসেবে বলা হয়েছে, মহিলাদের আকর্ষণীয় সুন্দর চোখ নাকি পুরুষের বিপথের কারণ। ভাবুন একবার ?