প্যারোলে মুক্ত রাজীব গান্ধীর খুনি নলিনী
কলকাতা টাইমসঃ
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে রাজীব গান্ধীকে খুন করা হয়। সেই খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে ছিলেন নলিনী শ্রীহরণ। দীর্ঘ ২৭ বছর গতকাল তাকে এক মাসের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। নলিনীর মেয়ের বিয়ে উপলক্ষে এই মুক্তি বলে জানিয়েছে আদালত।
জানা গেছে, মেয়ের বিয়ের জন্য গত ২৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারের কাছে ৬ মাসের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন নলিনী। আবেদন খারিজ করে দেয় সরকার। মার্চ মাসে আরও একবার তার আবেদন খারিজ করে প্রশাসন। গত এপ্রিলে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় ৫ জুলাই নলিনীকে আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি। শুক্রবার আদালতে হাজির হওয়ার পর নলিনীকে ৬ মাসের বদলে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তির আদেশ দেয় আদালত।