চাকরি খোয়ালেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই !
কলকাতা টাইমসঃ
পুলিশকর্মী, আইনজীবী এবং শিক্ষকদের জন্য নতুন একটি আইন পাশ করলো কানাডার কুইবেক প্রদেশের শিক্ষাদপ্তর। আর নতুন এই আইনের কারণে চাকরি খোয়াতে হলো নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে। কি সেই আইন? সেদেশের শিক্ষাদপ্তর জানাচ্ছে কর্মক্ষেত্রে ধর্মীয় চিহ্নযুক্ত কোনও কিছু বহন করা চলবে না।
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আদতে পাকিস্তানি নাগরিক। তিনি নিয়মিত হিজাব পরেন, যা ইসলাম ধর্মের অন্যতম চিহ্ন। সেভাবেই তিনি কানাডার কুইবেকেএতদিন পড়িয়ে এসেছেন। কিন্তু নতুন আইন অনুযায়ী, কুইবেকে তার পড়ানো নিষিদ্ধ। কুইবেকের শিক্ষামন্ত্রী জঁ ফ্রাঁসোয়া রবার্জের যুক্তি, ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্যই এই আইনটি পাশ করানো হয়েছে।