January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এবার ঘাস থেকে তৈরি হবে স্বচ্ছ কনডম

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ঘাস থেকে তৈরি হবে কনডম। বিজ্ঞানীরা এবার সেই গবেষণাকেই সফল করতে চলেছেন। ইউনিভার্সিটি অব কুইনসল্যান্ডের একদল গবেষক সম্প্রতি তাঁদের এই নতুন আবিষ্কারের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ওই বিজ্ঞানীরা যদি সাফল্য পান, তবে এটাই হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কনডম।
অস্ট্রেলিয়ার মাটিতে জন্মায় ওই বিশেষ প্রজাতির ঘাস। গবেষকদের দাবি, ‘স্পিনিফেক্স’ নামের ওই বিশেষ প্রজাতির ঘাস থেকে যে ফাইবার উৎপন্ন হয়, তা দিয়ে কনডম তৈরির প্রধান উপাদান ল্যাটেক্সের গুণগতমান আরও উন্নত হবে। এই ঘাস দিয়ে তৈরি কনডম পাতলা হলেও তার কার্যকারিতা কোনও অংশে কম হবে না।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে ক্যামোউয়েল অঞ্চলেই এই জাতীয় ঘাসের জন্ম। সেখানকার আদি জনগোষ্ঠী ‘ইন্দজালান্দজি-ধিধানু’-র সঙ্গে যৌথ উদ্যোগে ওই ঘাস থেকে ন্যানো সেলুলোস বের করছেন গবেষকরা। সেই উপাদান কনডমের ল্যাটেক্সে মিশিয়ে নতুন ধরনের এই কনডম তৈরি করা হবে।

Related Posts

Leave a Reply