এখানে গাছ কেটে ফেলার জন্য কাতর আবেদন জানাচ্ছে মানুষ !
কলকাতা টাইমসঃ
বিশ্ব উস্নায়নের কারণে যখন চতুর্দিকে গাছ লাগানোর জন্য মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে, ঠিক তখনি দেখা গেলো উল্টো ছবি। গাছ লাগানোর পরিবর্তে এখানে গাছ কেটে ফেলার জন্য কাতর আবেদন জানাচ্ছে মানুষ। অবাক হলেও এটাই সত্যি। গাছের কারণে প্রবল বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে এখানকার মানুষজনকে। কেরালার কোচি এলাকার ঘটনা।
কোচির একটি জনবহুল রেলওয়ে স্টেশন আলুভা। স্টেশন সংলগ্ন রেলের একখন্ড জমিতে গাড়ি রেখে প্রতিদিন যাতায়াত করেন বহু মানুষ। সেখানেই রয়েছে প্রচুর গাছ। যাত্রীরা ফিরে আসার পর দেখতে পান গাড়ির রংটাই প্রায় পাল্টে গেছে! কারণটা পাখির বিষ্ঠা। দীর্ঘ সময় ধরে সেই গাড়ি পরিষ্কার করার পর তাদের বাড়ি ফিরতে হয়। যেকারণে নিত্যযাত্রীরাই রেল কর্তৃপক্ষের কাছ এই আবেদন জানিয়েছেন, গাছগুলো কেটে ফেলে তাদের যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়া হোক।
পাখিদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার কথাও রেল কতৃপক্ষকে ভাবতে বলেন তাঁরা। যদিও এই ধরণের স্পর্শকাতর একটা বিষয় নিয়ে রেল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। যদিও গাছ কেটে ফেলার আবেদনের তীব্র বিরোধিতা করেছেন পরিবেশবিদরা।