মোবাইল নিষিদ্ধ অবিবাহিত মেয়েদের, গুজরাটে ঠাকুর সম্প্রদায়ের ফতোয়া
কলকাতা টাইমসঃ
গুজরাটের দান্তিওয়াড়ায় অবিবাহিত মেয়েদের ওপর ফতোয়া জারি করলো সেখানকার ঠাকুর সম্প্রদায়। তাদের নির্দেশ বিয়ের আগে কোনো মেয়ে মোবাইল ব্যবহার করতে পারবেনা। নির্দেশ অমান্য করলে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হবে মেয়ের বাবার কাছ হেকে।এছাড়াও সেখানকার সমস্ত বিয়ের অনুষ্ঠানে ডিজে এবং বাজি পোড়ানোর ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
ঠাকুর সম্প্রদায়ের আরও নির্দেশ কোনও মেয়ে পরিবারের অমতে বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে দু’লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে তারা। করা যাবেনা অন্য জাতে বিয়েও। সেক্ষেত্রেও একই হরে জরিমানা গুনতে হবে।