ভারতীয় দলের কোচের দৌড়ে যারা এগিয়ে
কলকাতা টাইমসঃ
ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই রবি শাস্ত্রীর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিসিসিআইয়ের। রবি শাস্ত্রীর চাকরির মেয়াদ যে আর বাড়ছে না এটা প্রায় নিশ্চিৎ। যা পরিস্থিতি তাতে আবারো ভারতের কোচ হতে হলে রবি শাস্ত্রীকেও নতুন করে আবেদন করতে হবে। গতকাল অর্থাৎ মঙ্গলবারই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
সূত্রের খবর, নতুন কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমানে পাকিস্তানের কোচ মিকি আর্থার, সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি এবং ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের কোচ ট্রেভর বেলিস। একই সঙ্গে দৌড়ে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। এছাড়া ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কারস্টেনের নামও ভাবনায় রয়েছে বিসিসিআইয়ের। প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স আগামী আইপিএলের জন্য ইতিমধ্যেই কোচ হিসেবে নিয়োগ করেছে ইংল্যান্ডের বর্তমান কোচ ট্রেভর বেলিসকে।