January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রধানমন্ত্রী ইমরানের অপমানের মার্কিন সফর : মেট্রোয় চড়ে হোটেলে! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ন্ত্রাস ও দেনার জন্য পাকিস্তান ইতিমধ্যেই বিশ্বের বেশিরভাগ দেশের কাছে অযাচিত। কিন্তু তাই বলে সেইদেশের প্রধানমন্ত্রীর এমন অপমান যেন অবিশ্বাস্য। এমনি ঘটনার সাক্ষ্যি হয়ে রইল গোটা দুনিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সরকারি সফরে আমেরিকায় গেলেন ইমরান খান। তবে রাষ্ট্রপ্রধানরা এমন সফরে যেমন প্রাইভেট বিমান ব্যবহার করেন, তিনি তা করলেন না। তিনি একটি সাধারণ বাণিজ্যিক ফ্লাইটে করেই সেখানে সফর করেছেন। এটাও আশ্চর্যের নয়। আশ্চর্য্য ঘটলো সেখানে পৌঁছে।

আমেরিকায়  ওয়াশিংটনে নামার পর বিমান বন্দরে আমেরিকার তরফে কোন সরকারি অভ্যর্থনা তো দূর কেউ নিতেও এলেন না ইমরান খানকে। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে সাধারণ মেট্রো করে হোটেলে পৌঁছলেন ইমরান। এই সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া ও আইএসআই’র মহাপরিচালক।

আমেরিকায়  গিয়ে তিনি কোনো বিলাসবহুল হোটেলে উঠার পরিবর্তে সেখানে নিজদেশের রাষ্ট্রদূতের বাসভবনে উঠার পরিকল্পনা নিয়েছেন। তিনি ‘খরচ কমাও’ নীতি গ্রহণ করেছেন। আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ইমরানের।

Related Posts

Leave a Reply