তাইওয়ানকে যুদ্ধের হুমকি চীনের
কলকাতা টাইমসঃ
তাইওয়ানকে যুদ্ধের হুমকি চীনের। বেজিংয়ের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, স্বাধীনতার চেষ্টা করলেই যুদ্ধের পথে হাটবে চীন। প্রসঙ্গত, চলতি মাসেই পেন্টাগন জানিয়েছে, তাইওয়ানের অনুরোধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রক তাদের কাছে ট্যাঙ্ক ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ প্রায় ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র উ কিয়ান জানান, তারা তাইওয়ানের সাথে শান্তিপূর্ণ সংযুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তাহলে চীনের সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষায় যুদ্ধে যেতে প্রস্তুত। উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দাবি করে আসছে চীন।