November 23, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

পোষ্যকে এই ৫টি খাবার কখনও দেবেন না

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জিনি, ভুলু, ব্যাম্বাই, পোয়ান, টম, জ্যাক… কত্ত নাম! বাড়ির ছেলেমেয়ের মতোই এদের খাতির। ঠিকমতো আদরযত্ন না হলে এদেরও গোঁসা হয়। হয় শরীর খারাপও। তাই আপনার বাড়ির প্রিয় পোষ্যটির শরীর সুস্থ রাখতে রইল কিছু টিপস।

আদরের পোষ্যকে ভুলেও কখনও এই ৫টি খাবার দেবেন না-

১) অ্যালকোহল- ক্ষতিগ্রস্ত হবে স্নায়ুতন্ত্র। কমে যাবে হৃদস্পন্দন।

২) চকোলেটস- চকোলেটের মধ্যে থাকে থিওব্রোমাইন। যা কুকুরদের জন্য টক্সিক।

৩) কফি- ক্যাফাইনের ফলে পোষ্য কুকুর বা বিডা়লের মৃত্যু পর্যন্ত হতে পারে।

৪) আদা ও রসুন- আদা-রসুন দেওয়া কোনও খাবার নয়। কারণ আপনার প্রিয় পোষ্যের কাছে তা মোটেই সহজপাচ্য নয়।

৫) চুইংগাম- চুইংগাম থেকে শতহস্ত দূরে রাখুন টম, জিমিকে। চুইংগাম গলায় আটকে দমবন্ধ হয়ে যেতে পারে। সেইসঙ্গে চুইংগামে থাকে সুইটনার জাইলিটল, যা আপনার পোষ্যের জন্য বিষ!

Related Posts

Leave a Reply