জানেন, ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে ‘টেস্ট বিশ্বকাপ’ ?
কলকাতা টাইমসঃ
জানেন, আগামী বৃহস্পতিবার ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বের প্রথম ‘টেস্ট বিশ্বকাপ’। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ দিয়ে ইংল্যান্ডের মাটিতেই শুরু হতে চলেছে এই বিশ্বকাপ। শুনলে অবাক হবেন, আগামী দু’বছর ধরে চলবে গোটা বিশ্বকাপ পর্ব! ২০১৯-এর ১ আগস্ট থেকে ২০২১-এর ৩০ এপ্রিল পর্যন্ত হওয়া সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ হয়ে উঠবে এই বিশ্বকাপের অঙ্গ। টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ের প্রথম ৯টি দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
প্রতিটি দেশ খেলবে ৬টি করে দ্বিপাক্ষিক সিরিজ। এক একটি সিরিজের পয়েন্ট হবে ১২০। প্রতি দেশের জন্য মোট পয়েন্ট বরাদ্য থাকবে ৭২০। ২০২১-এর ৩০ এপ্রিলের পর পয়েন্টের হিসাবে এগিয়ে থাকা প্রথম দুই দলের মধ্যে জুন মাসে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেই ফাইনাল খেলাও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তার মাধ্যমেই প্রথম টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। পিঙ্ক বল, ডে-নাইট টেস্ট, জার্সিতে নম্বর সহ নানান অভিনব উদ্যোগ দেখা যাবে এই বিশ্বকাপে।