দেখুন তো চিনতে পারছেন ? এবার উদ্দাম নেচে ভাইরাল !
কলকাতা টাইমসঃ
লোকসভা নির্বাচনের সময় হলুদ শাড়ি, স্লিভলেস ব্লাউজ এবং চোখে সানগ্লাস পড়া এক পোলিং অফিসারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। লখনউয়ের বাসিন্দা রীনা দ্বিবেদী নামের ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল। একটি ভিডিওয় সপ্না চৌধুরীর একটি গানের সঙ্গে দুর্দান্ত নাচতে দেখা যাচ্ছে তাকে।
এই ভিডিওতে, রীনা একটি নীল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ পরে রয়েছেন। স্বপ্না চৌধুরীর ‘তেরি আঁখো কা ও কাজল’ গানে রীনা একেবারে জমিয়ে দিয়েছেন। রীনা দ্বিবেদী লখনউয়ের পিডব্লিউডির জুনিয়র অ্যাসিস্টেন্ট পদে কর্মরত। আদতে উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা তিনি৷ লোকসভা নির্বাচনের সময় ভোটের ডিউটি পড়েছিল লখনউতে। ইভিএম নিয়ে যাওয়ার সময় তার ছবি ভাইরাল হয় নিমেষেই।