November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

শ্রাবণ মাসে চার সোমবার শিবের পুজো কীভাবে করলে উপকার পাবেন জানেন ?

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
প্রসঙ্গত, হিন্দু শাস্ত্রে মতে শ্রাবণ মাসে শিবের ক্ষমতা প্রায় ১০৮ গুণ বেড়ে যায়। তাই তো এই সময় উপোস এবং বিশেষ পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।  এখন প্রশ্ন হল কী কী নিয়ম মেনে দেবাদিদেবের আরাধনা করলে এইসব উপকার মিলতে পারে? প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখার প্রয়োজন রয়েছে, সেগুলি হল…
১. আকি চক্রকে অ্যাকটিভ করতে হবে: দেবের পুজো শুরু করার আগে একেবারে প্রথম কাজ হবে দেবের ছবি বা মূর্তির সামনে বসে চোখ বন্ধ করে এক মনে দুচোখের মাঝের অংশ, যেখানে আকি চক্র থাকে, সেই অংশে এক মনে ফোকাস করতে হবে। এমনটা করলে বিশেষ এই চক্রটি অ্যাকটিভ হবে। এই সময় এক মনে দেবের নাম নিলে আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যাবে যে সুফল মিলতে সময় লাগবে না।
২. অভিষেক স্নানের পালা: অকি চক্রকে অ্যাকটিভ করার পরের ধাপ হল গঙ্গা জল দিয়ে দেবকে ভাল করে স্নান করাতে হবে। আর যদি আপনার ঠাকুর ঘরে শিব ঠাকুরের মূর্তির পরিবর্তে ছবি থাকে, তাহলে পরিষ্কার একটা কাপড়, গঙ্গা জলে চুবিয়ে সেই কাপড় দিয়ে ছবিটা ভাল করে পরিষ্কার করে নিতে হবে। আসলে এমনটা বিশ্বাস করা হয়, যে কোনও দেব-দেবীর আরাধনা করার সময় যদি তাঁর ছবি বা মূর্তি পরিষ্কার করে নেওয়া না হয়, তাহলে খারাপ শক্তির মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। ফলে ঘন্টার পর ঘন্টা পুজো করেও কিন্তু সুফল মেলে না।
৩. পঞ্চমৃত: এবার দুধ, দই, ঘি এবং মধু মিশিয়ে পঞ্চমৃত বানিয়ে ফেলুন। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল এই প্রসাদটি বানানোর সময় ভুলেও তাতে চিনি দেবেন না যেন! তবে যদি ইচ্ছা করে তাহলে অল্প করে গুড় দিতে পারেন।
৪. কাপড়: এমনটা বিশ্বাস করা হয় যে দেবের অরধানা করার যদি নতুন কোনও কাপড় তার সামনে রেখে পুজো শুরু করা হয়, তাহলে দেব বেজায় প্রসন্ন হন। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন, তা হল সাদা রঙের সুতো দেবের সামনে রেখে পুজো করে যদি হাতে পারতে পারেন, তাহলে কোনও বিপদ ঘটার আশঙ্কা একেবারে কমে যায়।
৫. ফুল, চন্দন এবং সুগন্ধি: এবার দেবের সারা শরীরে ভাল করে চন্দন লেপে তার সামনে ফুল পরিবেশন করে অল্প করে সুগন্ধি ছড়িয়ে দেবেন। কারণ সারা বাড়ি এবং ঠাকুর ঘর সুন্দর গন্ধে ভরে উঠলে খারাপ শক্তির প্রভাব কমতে থাকবে, বাড়তে থাকবে শুভ শক্তির মাত্রা। ফলে গৃহস্থে পবিত্রতার ছোঁয়া লাগবে। আর পবিত্র স্থানই তো দেবের স্থান, তাই না!
৬. ধূপ-ধুনো জ্বালান: দেবকে সাজানোর পর ধুপ-ধুনো জ্বালিয়ে মনে মনে কম করে ১০৮ বার “ওম নমঃ শিবায়”, এই মন্ত্রটি জপ করা শুরু করুন। ইচ্ছা হলে “ওম রুদ্রায় নমহঃ” মন্ত্রটিও জপ করতে পারেন
৭. সবশেষে: মন্ত্রচ্চারণ করে দেবের অরাধনা করার পর আরতি করে শেষ করতে হবে পুজো। এরপর সাতবার শিব ঠাকুরের ছবি বা মূর্তিকে প্রদক্ষিণ করতে করতে মনের ইচ্ছা জানাতে হবে সর্বশক্তিমানকে।

Related Posts

Leave a Reply