November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

সম্পত্তি নয় এনার জিভের দাম ৮ কোটি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

 কোনও সম্পত্তি নয়, শরীরের একটি অঙ্গের মূল্য প্রায় ৮ কোটি টাকা। তাও কিডনি বা চোখের মতো প্রতিস্থাপনযোগ্য অঙ্গ নয়, এক মহিলার জিভের দাম প্রায় ৮ কোটি টাকা।

বিখ্যাত চকোলেট নির্মাতা সংস্থা ক্যাডবেরি তাঁদের সংস্থার চকোলেট সায়েন্টিস্ট হেইলি কার্টিসের জিভের ১ মিলিয়ন পাউন্ডের বিমা করিয়েছে। সেই বিমার অঙ্ক ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা। আসলে হেইলির টেস্ট বাডস-এর বিমা করিয়েছে সংস্থা। একটি বিখ্যাত বিমা সংস্থার থেকে এই বিমা করানো হয়েছে। বোর্নভিলে ক্যাডবেরির সদর দফতরে যে তিনশোজনের ইনোভেশন টিম রয়েছে, এই তরুণী বিজ্ঞানী তারই অংশ।

ক্যাডবেরি বাজারে যে নতুন চকোলেট নিয়ে আসে, তার মধ্যে কী কী উপাদান কোন অনুপাতে থাকবে এবং ফাইনাল টেস্ট বা স্বাদ কেমন হবে, তা ঠিক করার দায়িত্ব থাকে এই ইনোভেশন টিমের উপরে। যেহেতু হেইলি এই সমস্ত নতুন চকোলেটের স্বাদ পরীক্ষা করে দেখেন, তাই তাঁর জিভের টেস্ট বাডের বিমা করিয়ে রাখল ক্যাডবেরি। ভারতীয় মুদ্রায় যে বিমার পরিমাণ ৮ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকার কিছু বেশি।

এই বিমার শর্ত অনুযায়ী, নিজের জিভের টেস্ট বাডের কোনও ক্ষতি হয়, এমন কোনও কাজ এই বিজ্ঞানী করতে পারবেন না। হেইলি নিজে বলেছেন, ‘চকোলেট তৈরির পুরো পদ্ধতিই অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজের জিভের বিমা হয়ে যাওয়ার পরে আগামী দিনে আমি আরও নতুন নতুন স্বাদের চকোলেট সৃষ্টির উপরে মনোনিবেশ করতে পারব।’

বিমা সংস্থার কর্তারা বলছেন, বিখ্যাত ফুটবলারদের কাছে তাঁদের পা যতটা দামি, ক্যাডবেরি সংস্থার কাছে টেস্ট বাড ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর বিমার মূল্য থেকেই বোঝা যায়, নিজের সহকর্মীদের সঙ্গে মিলে নতুন স্বাদ সৃষ্টি করতে হেইলি কতটা ভাল কাজ করছেন।

Related Posts

Leave a Reply