জিমি অ্যান্ডারসনকে সপাটে বাউন্ডারি বেন স্টোকসের
কলকাতা টাইমসঃ
বিশ্বকাপ ফাইনালে মার্টিন গাপটিলের থ্রো তার ব্যাটে লেগে বাউন্ডারির বাইরে গিয়েছিল। যা আজও বয়ে বেড়াচ্ছে বিতর্ক। বিশ্বকাপ ফাইনালের পর জিমি অ্যান্ডারসন এক সাক্ষাৎকারে বলেছিলেন, বেন স্টোকস নাকি আম্পায়ারকে অনুরোধ করেছিলেন চার রান না দেওয়ার জন্য। আন্ডারসনের এই বক্তব্যকে সপাটে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টোকস।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্টোকস বলেন, ‘আমি সত্যিই আম্পায়ারের কাছে যাইনি। ওই ধরনের কোন কথাও আম্পায়ারকে বলিনি। সরাসরি লাথামের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেছিলাম। কেন উইলিয়ামসনের দিকে তাকিয়ে তাকে সরি বলেছিলাম।’