এই সিনেমাগুলি দেখার আগে অবশ্যই বীমা করিয়ে নিন !
কলকাতা টাইমস :
দুটি আলাদা-আলাদা সিনেমা। দুটির রিলিজ বছর আলাদা। একটি ১৯৮১ আর অন্যটি ২০১৭ সিনেমা। কোন সম্পর্ক নেই দুটিতে। কিন্তু এক ঘটনা দুটোকেই এক করে দিয়েছিলো। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘ইভিল ডেড’-এর প্রথম পর্ব। তুমুল আগ্রহের সঙ্গে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু, সিনেমার মাঝ পথেই অ্যাম্বুল্যান্স ডাকতে হয়।
সিনেমার ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান এক দর্শক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। সেই একই ঘটনা ঘটে ২০১৭ সালেও।ফরাসি ছবি ‘র্য’;এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় বীভৎসতা। শুধু মাত্র নিরামিষ খাওয়া এক কলেজ ছাত্রী কীভাবে নরখাদক হয়ে ওঠে তারই গল্প। কিন্তু সিনেমাটির টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো মাত্র ফিল্ম চলাকালীন এক দর্শক অজ্ঞান হয়ে যান। তাকে পাঠান হয় হাসপাতালে। বাকিটা ইতিহাস। যদিও ‘র্য’ এর কান পুরস্কার জয়ী পরিচালক জুলিয়া ডকর্না জানোয়েছিলেন, ‘আমি চাই আরও বেশি দর্শক এই ছবিকে ভয় পান।’