ভারতের মানচিত্রে বদল
কলকাতা টাইমসঃ
গতকাল মোদী সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে কাশ্মীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো লাদাখকে। যার ফলে বদলে গেলো ভারতের মানচিত্র। কেন্দ্রের নতুন সিদ্ধান্তে ভারতের মানচিত্রে ২৯ রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত হলো নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। ফলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়াল ৯-এ।
এতদিন কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় নাম ছিল দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ এবং পুডুচেরি। জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এখানে থাকবে বিধানসভা। লাদাখে তা থাকবে না। এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলেই সাংবিধানিক প্রধান হিসেবে থাকবেন উপরাজ্যপাল। বিধানসভা রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা এখন দুই। পুডুচেরি এবং দিল্লি।