একনজরে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা
কলকাতা টাইমসঃ
৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় বাংলার রমরমা। একই সঙ্গে একাধিক পুরস্কার ছিনিয়ে নিয়ে আলোচনার শিরোনামে আয়ুষ্মান খুরানা এবং ভিকি কৌশল। একনজরে দেখে নেওয়া যাক কার কাজ কিধরনের সীকৃতি পোলো…
* সেরা হিন্দি ছবি:অন্ধাধুন পরিচালক:শ্রীরাম রাঘবন
* ‘ফেলুদা ৫০ ইয়ার্স অফ রে’ ছবির জন্য সেরা ডেবিউ ডিরেক্টর: সাগ্নিক চট্টোপাধ্যায়
* ফেলুদা তথ্যচিত্রের জন সেরা সাগ্নিক চট্টোপাধ্যায়
* সেরা কোরিওগ্রাফি: পদ্মাবত
* সেরা অ্যাকশন ছবি: কেজিএফ
* সেরা সঙ্গীত পরিচালক সঞ্জয় লিলা বনশালি। পদ্মাবত ছবির জন্য
* সেরা গায়ক অরিজিৎ সিং। পদ্মাবতের ‘বিনতে দিল’ গানের জন্য জাতীয় পুরস্কার পেলেন অরজিৎ।
* সেরা সাউন্ড ডিজাইন: উরি। পুরস্কার পাচ্ছেন বিশ্বদীপ চট্টোপাধ্যায়
* তারিখ’ ছবির জন্য সেরা সংলাপ চূর্ণি গঙ্গোপাধ্যায়।
* সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: উরি
* সেরা সামাজিক ছবি: প্যাডম্যান
* ‘বধাই হো’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেলেন সুরেখা সিকরি
* সেরা বিনোদনমূলক ছবি বধাই হো
* সেরা অভিনেতা: ভিকি কৌশল (উরি)
* সেরা পরিচালক: আদিত্য ধর (উরি)
* সেরা অভিনেতা: আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন)