দুটো সেদ্ধ ডিমের দাম ১৭০০ টাকা ! অমলেটও তাই
কলকাতা টাইমসঃ
সম্প্রতি রাহুল বসের কলার দাম নিয়ে বিস্তর হৈচৈ হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই হোটেল কতৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবার ২টি সেদ্ধ ডিমের জন্য ১৭০০ টাকা দাম নেওয়ার অভিযোগ উঠলো হোটেল কতৃপক্ষের বিরুদ্ধে। এমনকি দুটো অমলেটের দামও ওই একই ১৭০০ টাকা! মুম্বাইয়ের একটি হোটেলে ঘটেছে এই ঘটনা।
কার্তিক ধর নামক এক ব্যক্তি নিজেই ট্যুইট করে জানিয়েছেন এই কথা৷ সঙ্গে বিলের ছবি। কার্তিক ট্যুইটে রাহুল বোসকে ট্যাগ করে জিজ্ঞাসা করেন ‘ভাই আন্দোলন করি? এই বিষয়ে হোটেল কতৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।