November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

তাজমহলের এই দরজা খুলতে ভয় পায় ভারত সরকারও! কিন্তু কেন ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে তাজমহল৷ আর এটিকে ঘিরেই ঘুরে ফিরে আসছে নানা কথা, তর্ক-বিতর্ক ৷ তবে এরই মাঝেই আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ শোনা যাচ্ছে, তাজমহলেই রয়েছে এমন এক দরজা যা খুলতে ভয় পায় ভারত সরকারও৷ তবে তা কতটা সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক রয়েছেই৷

ভিডিওতে বলা হয়েছে, তাজমহলের নির্মাণ শুরু হয় ১৬৩১সালে৷ গবেষকরা এই স্মৃতি সৌধ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছেন৷ আর তাদের অনেকের মতে, এই তাজমহলের নিচে রয়েছে হাজারেরও বেশি দরজা৷ তাদের মত অনুযায়ী, তাজমহল যতটা ওপরের দিকে রয়েছে ঠিক ততোটাই রয়েছে মাটির নিচেও৷

জানা গেছে, মাটির নিচে এমন এক রাস্তা রয়েছে যার মাধ্যমে বহুদূর পর্যন্ত গিয়ে বাইরে বেরনো যায়৷ কিন্তু সে সময় দরজা শাহজাহানের সময়েই বন্ধ করে দেওয়া হয় শোনা যায়৷ কক্ষগুলিও ইঁটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়৷তবে এই কক্ষগুলি বন্ধ করে দেওয়া নিয়েই বহু প্রশ্নও ঘোরাফেরা করছে৷

তাহলে কি সত্যিই দরজার ওপারে রয়েছে কোনও এক বিরাট রহস্য, যা আড়াল করতেই এই উদ্যোগ? নাকি এমন সব তথ্য রয়েছে যা বদলে দিতে পারে সমগ্র ইতিহাস? এই খবর কতটা সত্যি তা জানা না গেলেও, এমন খবর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বেশ কিছুদিন ধরেই।

Related Posts

Leave a Reply