আপনার মৃত্যু কবে? বলে দেবে ব্লাড টেস্ট !
কলকাতা টাইমসঃ
আসন্ন মৃত্যুর ইঙ্গিত দেবে ব্লাড টেস্ট। তেমনটাই দাবি করছেন জার্মানির কিছু বিজ্ঞানী। সম্প্রতি তারা একটি বিশেষ ধরণের রক্ত পরীক্ষার পদ্ধতি আবিষ্কার করেছেন, যা আগামী ১০ বছরের ভেতর কারও মৃত্যুর সম্ববনা রয়েছে কিনা তা আগাম জানান দেবে। তারা রক্তের ১৪টি বায়োমার্কার উদঘাটন করেছেন, যা মানুষের আসন্ন মৃত্যুকে নির্ধারণ করে।
একটি বায়োমার্কারের পরীক্ষায় দেখা গেছে, আগামী ২ থেকে ১৬ বছরের মধ্যে কখন একজন মানুষ মারা যাবে তা জানা যাচ্ছে। এবং এটা ৮৩ শতাংশ ক্ষেত্রে সঠিক রেজাল্ট দেবে। তবে এটা প্রচলিত রক্ত পরীক্ষার মতো এখনও চালু হয়নি। জার্মানির অ্যাজিংয়ের বায়োলজির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ১৮ থেকে ১০৯ বছর বয়সী ১ হাজারেরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করেছেন। তাদের ওপর মোট ১২টি পরীক্ষা চালানো হয়।