নাসায় পাড়ি জমাবেন পুরুলিয়ার ছাত্রী অভিনন্দা ঘোষ
কলকাতা টাইমসঃ
নাসায় পাড়ি দিতে চলেছেন পুরুলিয়ার এক নবম শ্রেণীর ছাত্রী অভিনন্দা ঘোষ। একটি বেসরকারি সংস্থার বিজ্ঞান অলিম্পিয়াডে সফল হয়ে নাসায় পাড়ি দেওয়ার সুযোগ পেল এই ছাত্রী। পুরুলিয়ার তেলকলপাড়ার বাসিন্দা অভিনন্দা সেখানকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। বাবা সজল ঘোষ ও মা সুস্মিতা রায় চৌধুরী শহরের দুটি স্কুলে ইংরেজি পড়ান। তার বাবা-মা জানান, ছোট থেকে পড়াশোনাই অভিনন্দার ধ্যানজ্ঞান। চতুর্থ শ্রেণি থেকে প্রতি বছর অলিম্পিয়াডে বসছে।
গত নভেম্বরে দিল্লির বেসরকারি সংস্থার বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল স্তরের পরীক্ষায় বসেছিল সে। সফল হয়ে সেখান থেকে রাজ্যস্তরে। আগস্টের গোড়ায় দিল্লির ইসলামিক কালচার সেন্টারে সর্বভারতীয় স্তরের পরীক্ষাটি হয়। অভিনন্দার স্কুলের শিক্ষক সুদীপচন্দ্র দাস জানান, সর্বভারতীয় স্তরের পরীক্ষায় প্রায় ১৮ লাখ প্রতিযোগী ছিল। সফলদের শিক্ষামূলক ভ্রমণে নাসার ‘কেনেডি স্পেস সেন্টারে’ নিয়ে যাচ্ছে তারা।