November 25, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

 রিজেক্ট না হলে হিটলার হতেন না, পাল্টাতো না ইতিহাসও!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

খন পর্যন্ত হিটলারকে নিয়ে মানুষের আগ্রহ একবিন্দুও কমেনি। তার অজানা বিষয় নিয়ে এখনো চলছে গবেষণা। সেই গবেষণার অংশ হিসেবে এক বিস্ফোরক তথ্য দিলেন একজন ইতিহাসবিদ। তিনি জানান, নাৎসি পার্টির প্রধান হওয়ার পেছনে হিটলারের মনে ছিল অন্য এক রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণা। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, একাধারে কুখ্যাত এবং বিখ্যাত এই স্বৈরাচার প্রথমে জার্মান সোশালিস্ট পার্টিয়ে যোগ দিতে চেয়েছিলেন।

ইতিহাসবিদ থমাস ওয়েবার বলেন, যদি সেই সময় জার্মানের ডানপন্থী সোশালিস্টরা হিটলারকে নিতেন, তবে দলের ছোট কোনো দায়িত্বেই বসানো হতো তাকে। কিন্তু নাৎসিদের থেকেও অনেক বড় হতো সেই ভূমিকা।

হিটলার তার আগে যোগ্য নেতৃত্বের কোনো গুণাবলী দেখাতে পারেননি। উর্ধ্বতনদের নির্দেশনা পালন করেই অভ্যস্ত ছিলেন। কিন্তু হিটলারের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা বা আত্মিবশ্বাস মেলেনি সোশালিস্টদের। যদি হিটলার ওই দলে যোগ দিতেন, তবে সোশালিস্টরা হয়তো নাৎসিকে নিজের মধ্যে নিয়ে নিত। তখন নাৎসিদের ইতিহাস হয়তো এমন হতো না। তারা অন্য কোনো পথে চলত, বলেন ওয়েবার।

যদি তাই ঘটত, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধই ঘটত না। হতো না হলোকাস্ট। ইউনিভার্সিটি অব অ্যাবারডিন ওয়েবার ইনডিপেনডেন্টকেও জানান এসব কথা। ১৯১৯ সালে মিউনিকের এক আর্কাইভে বলা হয়, জার্মান সোশালিস্টরা হিটলারকে নিজেদের সদস্য হিসেবে গ্রহণ করে নেয়নি। এমনকি তারা ওই দলের কোথাও কিছু লেখারও সুযোগ মেলেনি তার।

পরে হিটলার নাজিদের সঙ্গে যোগ দেন। ১৯২১ সালে তাদের নেতা হয়ে ওঠেন। পরের বছর জার্মান সোশালিস্ট পার্টিকে বিলুপ্ত করা হয়। আসন্ন বইয়ে ওয়েবার লিখেছেন, হিটরার তার শত্রুদের বিরুদ্ধে আজীবন প্রতিশোধের খেলায় মেতে ওঠেন।

কিন্তু কেন সোশালিস্টরা হিটলারকে নিজেদের দলে টানেনি? ওয়েবারের মতে, হিটলার মতামত প্রকাশে স্পষ্টবাদী ছিলেন। হয়তো দলটি এমন কোনো সদস্যকে চায়নি যে কিনা তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

Related Posts

Leave a Reply