বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জিতে সৌরভকে টপকে গেলেন কোহলি
কলকাতা টাইমসঃ
ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে দিলো ভারত। বিদেশের মাটিতে এটিই ভারতের সব থেকে বড় ব্যবধানে টেস্ট জয়। একই সঙ্গে এদিনই অধিনায়ক কোহলি টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে এটি ভারতের ১২ নম্বর টেস্ট জয়। এখানেই তিনি পিছনে ফেলে দেন সৌরভকে।
সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল বিদেশের মাটিতে ২৮টি টেস্টের মধ্যে ১১টি ম্যাচে জয় তুলে নেয়। কোহলি এই নিয়ে দেশের বাইরে মোট ২৬টি টেস্টে নেতৃত্ব দিলেন জাতীয় দলকে। অর্থাৎ বিদেশে সব থেকে বেশি টেস্ট জেতা ভারতীয় ক্যাপ্টেনে পরিণত হলেন বিরাট। মহেন্দ্র সিং ধোনি বিদেশে ৩০টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন। জিতেছেন মাত্র ৬টি ম্যাচে। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।