অধিনায়ক হিসাবে ম্যাচ জেতার সংখ্যায় ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি
কলকাতা টাইমসঃ
ওয়েস্ট ইন্ডিজকে বিরাট ব্যবধানে হারানোর সাথে সাথেই অধিনায়ক হিসাবে ম্যাচ জেতার সংখ্যায় ধোনিকে ছুঁয়ে ফেললেন কোহলি। মহেন্দ্র সিং ধোনি ৬০টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন। ভারত ম্যাচ জিতেছে ২৭টি। হেরেছে ১৮টি টেস্টে। ড্র হয়েছে ১৫টি ম্যাচ।
বিরাট কোহলি এই নিয়ে ভারতীয় দলকে ঘরে-বাইরে মোট ৪৭টি টেস্টে নেতৃত্ব দিলেন। তাতে ভারত জয় তুলে নিয়েছে ২৭টি ম্যাচে। হেরেছে ১০টি টেস্টে আর ড্র হয়েছে ১০টি টেস্ট।