ডোনাল্ড ট্রাম্পকে পশে বসিয়ে এবার মাস্টারস্ট্রোক দিলেন মোদি !
কলকাতা টাইমসঃ
ডোনাল্ড ট্রাম্পকে পশে বসিয়ে এবার মাস্টারস্ট্রোক দিলেন মোদি। খোদ ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে তিনি স্পষ্ট জানালেন, ‘ভারত-পাক ইস্যুতে কারও মধ্যস্থতার প্রয়োজন নেই’। G-7 সম্মেলনের কারণে আপাতত ফ্রান্সে রয়েছে মোদি এবং ট্রাম্প। সেখানেই কাশ্মীর ইস্যুতে আলোচনা হয় দুই রাষ্ট্র প্রধানের। ট্রাম্প এদিন মোদির মুখোমুখি বসে বলেন, ‘কাল আমাদের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান ভালো কছুই করবে’।
মোদি আরো বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কোনো দ্বি-পাক্ষিক ইস্যুতে তৃতীয় পক্ষকে বরদাস্ত করব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজব’। ইমরান পাকিস্তানের ক্ষমতায় আসার পর যে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি, সে কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ‘নরেন্দ্র মোদি কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন। এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুশি হব। আজ ট্রাম্পকে সঙ্গে নিয়েই তার জবাব দিলেন মোদী।