পাকিস্তানের প্রশংসা করায় ক্ষমা চাইলেন অরুন্ধতী রায়
কলকাতা টাইমসঃ
নিজের দেওয়া বিবৃতির জন্য ক্ষমা চাইলেন বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায়। সম্প্রতি পাকিস্তানের প্রশংসা করে সেখানকার সেনা সম্পর্কে নানান মন্তব্য করা একটি ভিডিও ভাইরাল হয়। অরুন্ধতী জানান আসলে ভিডিওটি ২০১১ সালের। তাকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, গণতান্ত্রিক ভারত তার সেনাবাহিনীকে নিজ দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। পাকিস্তান কখনো সেটা করেনি।
বুধবার সেই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে অরুন্ধতী বলেন, ভারত-পাকিস্তান সেনাবাহিনীর তুলনা করে প্রায় এক দশক আগে দেওয়া সেই বক্তব্য ‘তিনি এখন কী বিশ্বাস করেন বা বিগত বছরগুলোতে কী লিখেছেন’ তা আজকে তাকে প্রতিনিধিত্ব করে না। যদিও অরুন্ধতী কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় মুসলিমদের ওপর অত্যাচারের খড়গ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।