November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

২০ লক্ষ ম্যাচ খেলে ৮৫ বছর বয়সে অবসর নিচ্ছেন এই ক্রিকেটার !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

২ গজ লম্বা রান আপে দাপিয়ে পেস বোলিং করছেন ৮৫ বছরের এক তরুণ! নাম সিসিল রাইট। ঠিকই শুনছেন এখনো প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে চলেছেন এই ক্রিকেটার। পরিসংখ্যান বলছে, ৬০ বছরের ক্যারিয়ারে তিনি ৭০০০ উইকেট নিয়েছেন। ইতিমধ্যেই খেলে ফেলেছেন প্রায় ২০ লক্ষ ম্যাচ! তবে আর বেশিদিন নয়, আগামী ৭ সেপ্টেম্বর তিনি তার ক্যারিয়ারে ইতি টানতে চলেছেন। সেদিন ওল্ডহ্যামে পেনি লিগে আপারমিলের হয়ে স্প্রিংহেডের বিরুদ্ধে খেলবেন ৮৫ বছরের বিস্ময় তরুণ।

গ্যারি সোবার্স, ওয়েস হল, ভিভ রিচার্ডস, ফ্র্যাঙ্ক ওরেলের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলেছেন সিসিল। ক্রিকেট ইতিহাসে তিনিই সম্ভবত সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার। ১৯৫৯ সালে জামাইকার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। ১৯৫৯ সালে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লিগে ক্রম্পটনের হয়ে তার পেশাদারি ক্রিকেট শুরু করেন। এরপর বিয়ে করে তিনি ইংল্যান্ডে স্থায়ীভাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সত্তরের দশকের শেষ দিকে আর আশির দশকের শুরুর দিকে রিচার্ডস ও জোয়েল গার্নারদের সঙ্গে খেলেছিলেন সিসিল।

Related Posts

Leave a Reply