সৌদি পাবলিক স্কুলে এবার মহিলারাও ছেলেদের ক্লাস নেবেন !
কলকাতা টাইমসঃ
বছর খানের ধরেই নারী স্বাধীনতায় অভাবনীয় কাজ করে চলেছে সৌদি আরব। সৌদি প্রধানের ক্ষমতা যুবরাজদের হাতে আসার পরই ধীরে ধীরে তাদের চিরাচরিত প্রথা ভাঙছে সৌদি। বিশেষত মহিলাদের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞার ওপর শিথিল করছে তারা। এর আগে মহিলাদের গাড়ি চালানো, ভ্রমণ, খেলা এবং সিনেমা-থিয়েটার দেখার ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে।
এবার সৌদির সরকারি ছেলেদের স্কুল গুলিতেও শিক্ষা দান করতে পারবেন মহিলারা। সৌদির কিছু বেসরকারি বিদ্যালয়ের প্রাথমিক স্তরে মহিলা শিক্ষিকারা ক্লাস নিয়ে থাকেন। তবে কোনো সরকারি বিদ্যালয়ে এই নিয়ম ছিলো না। নতুন এই প্রকল্পের আওতায় এসেছে সেদেশের ১৪৬০টি সরকার পরিচালিত স্কুল। এখন থেকে এই স্কুলগুলোতেও ছেলেদের ক্লাস নেবেন শিক্ষিকারা।