নিজের চার সন্তানকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা !
নিউজ ডেস্কঃ
নিজের চার সন্তানকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খাম্বি মেরা গ্রামে। মোহম্মদ আইয়ুব নামে ৫৭ বছরের সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে মঙ্গলবার পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় যখন স্ত্রী বাড়িতে ছিলেন না সেইসময় তাদের দু’কামরার বাড়ির একটি ঘরে চার ভাইবোন একসঙ্গে খেলছিল। হঠাৎ সেখানে গিয়ে কুড়াল দিয়ে পরপর চার সন্তানকে কোপাতে থাকে আইয়ুব। ঘটনাস্থলেই মারা যায় ১৪ বছরের কিশোর আলি শান, তার ১০ এবং ৯ বছরের দুই বোন নাদিয়া এবং ইশা এবং ৮ বছরের সব চেয়ে ছোট ভাই আইমান।
সেই শিশুদের আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে যান বাড়ির ভিতর। তারাই আইয়ুবকে নিরস্ত্র করে পুলিশের হাতে তুলে দেন। আইয়ুব মানসিকভাবে অসুস্থ, না কি চূড়ান্ত আর্থিক অনটনের জন্যই এই কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমেছে খাম্বি মেরা গ্রামে।