বৌবাজার দুর্ঘটনা: মূল্যবান সামগ্রী উদ্ধারে প্রতি বাড়ির একজন করে বাসিন্দাকে বাড়িতে ঢোকার অনুমতি কলকাতা হাইকোর্টের
কলকাতা টাইমসঃ
বৌবাজারে খালি করে দেওয়া বাড়িগুলির একজন করে বাসিন্দাকে বাড়িতে ঢোকার অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট। মূলত বাড়িতে থাকা মূল্যবান সামগ্রী তারা যাতে নিয়ে আসতে পারে, সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল দুর্ঘটনা সংক্রান্ত এক মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেয় মহামান্য হাইকোর্ট।
প্রসঙ্গত, বৌবাজার অঞ্চলে মাটির নিচে মেট্রোর টানেল তৈরীর কাজ চলাকালীন গত পরশু সন্ধ্যেবেলা ওই অঞ্চলের বেজকিছু বাড়িতে বিপজ্জনক ফাটল তৈরী হয়। হেলে পরে কিছু বাড়ি। দ্রুত সেই অঞ্চলের প্রায় ৩০০ বাসিন্দাকে নিরাপদ দূরত্বের কিছু হোটেলে স্থানান্তরিত করে কলকাতা পুলিশ। তাদের থাকা খাওয়ার দায়ভার নেয় মেট্রো কতৃপক্ষ।