ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ আপাতত বন্ধ করে দিলো কলকাতা হাইকোর্ট
কলকাতা টাইমসঃ
ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ বন্ধ করে দিলো কলকাতা হাইকোর্ট। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত কাজ স্থগিত রাখতে বলেছে আদালত। বৌবাজার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি।
একই সঙ্গে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় মিত্র কতৃপক্ষ এবং কলকাতা পরপোরেশন বাইরে থেকে ইঞ্জিনিয়ারদের এনিয়ে সুরক্ষা মজবুত করতে কি প্ল্যান দিচ্ছে তার সবিস্তার রিপোর্ট আগামী ১৬ তারিখের মধ্যে আদালতে জমা দিতে। প্রসঙ্গত, বৌবাজার অঞ্চলে মাটির নিচে মেট্রোর টানেল তৈরীর কাজ চলাকালীন গত পরশু সন্ধ্যেবেলা ওই অঞ্চলের বেজকিছু বাড়িতে বিপজ্জনক ফাটল তৈরী হয়। হেলে পরে কিছু বাড়ি। দ্রুত সেই অঞ্চলের প্রায় ৩০০ বাসিন্দাকে নিরাপদ দূরত্বের কিছু হোটেলে স্থানান্তরিত করে কলকাতা পুলিশ। তাদের থাকা খাওয়ার দায়ভার নেয় মেট্রো কতৃপক্ষ।