৬ দিনের এক শিশুকে হাত ব্যাগে করে পাচারের চেষ্টা! ধৃত মার্কিন তরুণী
কলকাতা টাইমসঃ
৬ দিনের এক শিশুকে হাত ব্যাগে করে মার্কিন মুলুকে পাচারের চেষ্টা! ধৃত মার্কিন তরুণী। গত বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন ওই তরুণী জেনিফার ট্যালবটকে গ্রেফতার করে বিমানবন্দর পুলিশ।
অভিযোগ প্রমাণিত হলে ওই মহিলার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিমানবন্দর শাখার প্রধান ম্যানুয়েল দিমানো। জেনিফার শিশুটির কোনো বোর্ডিং পাস দেখাতে পারেননি। শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য মায়ের একটি চিঠি দেখান তিনি। তবে চিঠিতে কোনো স্বাক্ষর ছিল না। শিশুটির মা-বাবার বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।