৩৭০ কোটি বছর আগের সমুদ্রের খোঁজ মিললো মঙ্গোল গ্রহে!
কলকাতা টাইমসঃ
৩৭০ কোটি বছর আগের সমুদ্রের খোঁজ মিললো মঙ্গোল গ্রহে! সম্প্রতি মার্কিন গবেষকরা মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে এক বিশাল সমুদ্র সৈকতের অস্তিত্ব পেয়েছেন। ফলে প্রাণের অস্তিত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে সেখানে।
জানা যাচ্ছে, ওই সময় দু’টি উল্কা আঘাত হেনেছিলো লাল গ্রহে। সেই উল্কা এসে পড়েছিলো জলে। তার জলোচ্ছ্বাস এক বিশাল এলাকাজুড়ে ক্ষতের সৃষ্টি করে। যা প্রায় সমুদ্রের আকার নেয়। তেমনই এক সমুদ্র সৈকত এখন চাঞ্চল্যের প্রধান কারণ।