১৯ বছর পর পৌঁছলো স্পিড পোস্টে পাঠানো চিঠি !
কলকাতা টাইমসঃ
২০০০ সালে স্পিড পোস্টে পাঠিয়ে ছিলেন একটা চিঠি। সেই চিঠি গন্তব্যে পৌঁছলো এবছরের ১১ সেপ্টেম্বর। অর্থাৎ প্রায় ১৯ বছর পর! দেশের ডাক বিভাগ এই ঘটনায় প্রবল সমালোচনার মুখে।
তুহিনশংকর চন্দ নামে এক ব্যক্তির ফোনে ডাক বিভাগের তরফে একটি এসএমএসের মাধ্যমে জানানো হয় ২০০০ সালে তার পাঠানো চিঠি পৌঁছে গিয়েছে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর নির্দিষ্ট গন্তব্যে। রায়গঞ্জের সুদর্শনপুরে তুহিনশংকর চন্দ গোটা ঘটনায় ভয়ানক হতবাক। তবে কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এখন তা আর মনে করতে পারছেন না তিনি।