লিওনেল মেসির রেপ্লিকা পুত্র মাতিয়ো ! তাক লাগলো বিশ্বকে
কলকাতা টাইমসঃ
মারাদোনার পর ফুটবল বিশ্বের সফল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার একরত্তি ছেলেও কি বাবার রেপ্লিকা হিসেবেই উঠে আসতে চলেছে আগামি দিনে? কারণ, এখন থেকেই বাবার আদব-কায়দা নকল করতে দেখা গেল মেসি পুত্র মাতিয়োকে। এবং সেটা রীতিমতো মাঠে নেমে!
মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই তা নিয়ে হইচই শুরু হয়েছে। স্প্যানিশ ভাষায় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে মাই লাভ। সারা জীবন আনন্দে থাকো এটাই প্রার্থনা করি আর সব সময় এমনই মিষ্টি থেকে আমাদের জীবন ভরিয়ে রেখো।’
ভিডিওতে মাতিয়োকে পেনাল্টিতে গোল করতে দেখা যাচ্ছে। তবে তার পরের দৃশ্যটিই সবার নজর কেড়েছে। বার্সেলোনা স্টার গোল করার পর ঠিক যেভাবে সেলিব্রেট করেন, ঠিক একই রকম ভঙ্গিতে গোল সেলিব্রেট করতে দেখা গেল তার পুত্রকে।